Much healthy after the angioplasty : অ্যাঞ্জিওপ্লাস্টির পর অনেকটাই সুস্থ গেহলট, ফিরলেন বাড়িতে

জয়পুর, ২৯ আগস্ট (হি.স.): দু’দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রবিবার জয়পুরের সওয়াই মান সিং (এসএমএস) হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে। হাসপাতাল থেকে সোজা বাড়িতে ফিরেছেন তিনি। আপাতত কিছুদিন তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা।

কোভিডের পর থেকে গেহলটের শরীর ভালো যাচ্ছিল না, বুকে ভীষণ ব্যথা অনুভব করছিলেন তিনি। অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য ২৭ আগস্ট ভর্তি হন এসএমএস হাসপাতালে। একটি স্টেন্ট বসানো হয়েছে গেহলটের শরীরে, তাঁর একটি করোনারি ধমনীতে ৯০ শতাংশ ব্লকেজ ছিল। হাসপাতাল সূত্রের খবর, গেহলট এখন অনেকটাই সুস্থ, তাই রবিবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *