নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট।। বানরের কামড়ে গুরুতরভাবে আহত হয়েছেন এক বয়স্ক ব্যক্তি। আহতের নাম শচীন্দ্র নাথ। বাড়ি বিশালগড় থানার জাঙ্গালিয়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে । বানরের উৎপাতে দিশেহারা বিশালগড় এর জাঙ্গালিয়া এলাকার মানুষজন ।
সাতসকালে বানরের আক্রমণে আহত হয়েছেন এক বৃদ্ধ।ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকালে বিশালগড় থানা এলাকার জাঙ্গালিয়ায় শচীন্দ্রনাথ নামে বয়স্ক এক ব্যক্তিকে জাপটে ধরে বানরের দল।বানরের কাছ থেকে বাঁচার জন্য চিৎকার শুরু করলে স্থানীয় পথচলতি লোকেরা দেখতে পেয়ে খবর দেন বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে কর্মীদেরকে। তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে বানরের কামড়ে আহত শচীন্দ্র দেবনাথকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে ।তার শরীরে বেশ কিছু জায়গায় বানরের কামড়ের দাগ রয়েছে।
স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করেন বন দপ্তরের খামখেয়ালীপনায় কারণে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলছে ।গত কিছুদিন আগেও চড়িলাম এলাকায় এক শিশুকে বানর আঘাত করে গুরুতর ভাবে জখম করে ।এরপরও বনদপ্তরের কোন টনক নড়ে নি। তা নিয়ে এলাকার জনগণ ক্ষুব্ধ বনদপ্তরের উপর।বানরের উৎপাত বন্ধ করার জন্য বন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এলাকাবাসী দাবি জানিয়েছেন।