Manu and Yashwini disappointed : শ্যুটিংয়ে হতাশ করলেন মনু-যশস্বিনীরা,এয়ার পিস্তলের ফাইনালে উঠতে ব্যর্থ দু’জনেই

টোকিও, ২৫ জুলাই (হি.স.) : রবিবার টোকিও অলিম্পিকের তৃতীয় দিনের শুরুটা খুব একটা ভাল হল না ভারতের। শ্যুটিংয়ে হতাশ করলেন মনু ভাকের, যশস্বিনী দেসওয়ালরা। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে ব্যর্থ দু’জনেই। কোয়ালিফাইং পর্বে মনু শেষ করলেন দ্বাদশ স্থানে, যশস্বিনী ১৩ নম্বরে। এই দু’জনের উপরেই পদক জয়ের আশা করা হয়েছিল। দু’জনেই হতাশ করলেন।

মনুরা হারলেও তাঁদের খেলার প্রশংসাই করেছেন ভারতের শ্যুটার হীনা সিধু। ট্যুইটারে তিনি লিখেছেন, ৫৭৫ ও ৫৭৪ পয়েন্ট করে মনু এবং দেসওয়াল শেষ করেছেন যথাক্রমে ১২ ও ১৩ নম্বর স্থানে। তবে আমি মনে করি ওরা ভাল লড়াইটা করেছে। বিশেষ করে মনু। কারণ ওর বন্দুকে সমস্যা হয়েছিল। তাতেও ও ঘুরে দাঁড়ায়। এই অভিজ্ঞতাই ওকে পরে সাহায্য করবে। মিক্সড টিম ইভেন্টে ওরা ভাল পারফরম্যান্স করবে।