নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ জুলাই।। রঘুনাথপুর পঞ্চায়েতের জনবসতি এলাকা থেকে শ্মশান খলা জনশূন্য এলাকায় সরিয়ে নেওয়ার দাবিতে সিপাহিজলা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা পিপলস পার্টি বিশাল বড় মহাকুমা কমিটি ।
জনবসতি এলাকা থেকে শ্মশান খলা জনশূন্য এলাকায় সরিয়ে নেওয়ার দাবিতে সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিশ্রামগঞ্জ জেলাশাসক অফিসে সিপাহী জলা জেলার জেলাশাসক বিশ্বেশ্বরী বির নিকট ডেপুটেশন প্রদান করেন ত্রিপুরা পিপলস পার্টি বিশাল বড় মহাকুমা কমিটির সদস্যবৃন্দ। ৫ জনের এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ত্রিপুরা পিপলস পার্টির বিশালগড় বিভাগীয় কমিটির নেতা জালাল উদ্দিন আনোয়ার, উল্লা ইউনুছ মিয়া ,জলেখা খাতুন এবং পেয়ারা বেগম।
তারা জেলা শাসকের কাছে দাবি রাখেন বিশালগড় রঘুনাথপুর পঞ্চায়েত এলাকায় ঘনঘন মরদেহ সৎকার করা হচ্ছে। এবং স্থায়ীভাবে মরদেহ সৎকার করার জন্য শ্মশান খলা নির্মাণের উদ্যোগ নিচ্ছে কিছু সংখ্যক মানুষ। এই স্থানে শ্মশান খলা নির্মিত হলে হিন্দু মুসলিমদের মধ্যে ভাতৃত্ববোধ নষ্ট হবে ,এলাকার পরিবেশ বিষিয়ে উঠবে।
পূর্বে পঞ্চায়েত ব্লক স্তরে ডেপুটেশন দেওয়া হয়েছে যাতে এখানে শ্মশান খলা নির্মাণ না হয়। কিছুদিন বন্ধ ছিল। এখন আবার শ্মশান খলা নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের দাবি এখানে শ্মশা খোলা নির্মিত হলে বসবাস করতে সমস্যা হবে। জনবসতি নেই এমন জায়গায় যাতে শ্মশান খলা নির্মিত হয় সেই দাবি জানিয়েছেন তারা। জেলাশাসক তাদের দাবি গুলি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে ডেপুটেশন প্রদানকারীরা।

