মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুক্তি চাইছে পশ্চিমবঙ্গের জনগণ: সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি: মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুক্তি চাইছে পশ্চিমবঙ্গের জনগণ। নিজেদের অধিকার রক্ষার জন্য ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য তৃণমূল সরকারকে উৎখাতের আহ্বান জানালেন সংসদ বিপ্লব কুমার দেব। আজ পশ্চিমবঙ্গের ফালাকাটা বিধানসভা কেন্দ্রে আয়োজিত পরিবর্তন সংকল্প সভায় অংশগ্রহণ করে ফের তৃনমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি।

বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব দেব বলেন, পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। পশ্চিমবঙ্গ সেখানকার সাধারণ মানুষের। পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুক্তি চাইছেন। বিজেপি সরকার আর্টিক্যাল ৩৭০ সরিয়ে, জম্মু কাশ্মীরকে আলাদা করেছে, রাম মন্দির স্থাপন করে, তাই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে উৎখাত করা কোন ব্যাপার নয়। এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করবে বিজেপি সরকার। বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে আর জয়ী হতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা।২০০২ সালের পরে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে থাকছেন তাদের প্রত্যেককে বেছে বেছে বাংলাদেশ ফেরত পাঠানো হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের সঙ্গে দরদ থাকলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও সেখানে যেতে বললেন সাংসদ বিপ্লব।

তিনি আরো বলেন, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারাই সুরক্ষিত নন। তৃণমূলের নেতারাই মেয়েদের পাচার করছে, তাই মুখ্যমন্ত্রী সেই মেয়েদের খুঁজে বের করতে পারছেন না। পশ্চিমবঙ্গের মতো জায়গায় মানুষ পূজাপাঠ করতে পারছেন না। সরস্বতী পূজা বন্ধ করে দেওয়া হচ্ছে। মানুষ এখন নিজেদের অধিকার চাইছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান সাংসদ।

তিনি আরো অভিযোগ করেন, কেন্দ্র সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়িত হতে দিচ্ছেন না মমতা বন্দোপাধ্যায়। তিনি এবং ওনার ভাইপো কাটমানির টাকার জন্যে এই প্রকল্পগুলি গরিবদের হাতে পৌঁছাতে দিচ্ছেন না বলে গুরুতর অভিযোগ সাংসদের। তাই জনগণের অধিকারের জন্যে তৃনমূলের বিরুদ্ধে গর্জে উঠার আহবান জানান তিনি।

Leave a Reply