নয়াদিল্লি, ১৯ জানুয়ারি: আজ দিল্লির বীর টিকেন্দ্রজিৎ মার্গে অবস্থিত ত্রিপুরা ভবনের সম্প্রসারিত প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এই প্রকল্পের আওতায় মোট ৬টি কক্ষ ও ২টি হল রুম নির্মাণ করা হবে। প্রকল্পটির জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২.৯৫ কোটি টাকা।
শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, সমাজকল্যাণ মন্ত্রী টিংকু রায়, উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান দাস, সিআরসি মনোজ কুমার সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই এক্সটেনশন প্রকল্প বাস্তবায়িত হলে দিল্লিতে আগত ত্রিপুরার মানুষ ও সরকারি কাজকর্মের সুবিধা আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।

