আগরতলা, ৮ জানুয়ারি: ত্রিপুরায় আইনশৃঙ্খলা রক্ষায় বড়সড় সাফল্যের দাবি করল রাজ্য পুলিশ। বৃহস্পতিবার, ৮ জানুয়ারি এক সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের মহাপরিচালক জানান, ২০২৫ সালে ত্রিপুরায় অপরাধের হার গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সামগ্রিক অপরাধের হার ৮.৩ শতাংশ হ্রাস পেয়েছে।
ডিজিপি জানান, ২০২৫ সালে রাজ্যে মোট ৩,৬৯৮টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে, যেখানে ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৪,০৩৩। এই পরিসংখ্যান রাজ্যে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় ভূমিকার প্রতিফলন বলেই মন্তব্য করেন তিনি।
বিস্তারিত তথ্য তুলে ধরে ডিজিপি বলেন, সম্পত্তি সংক্রান্ত অপরাধে উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করা গেছে। ২০২৫ সালে এ ধরনের মামলা হয়েছে ২৯৩টি, যেখানে ২০২৪ সালে ছিল ৩৪৯টি—হ্রাসের হার ১৬.০৪ শতাংশ। খুনের ঘটনাও ১৮.১০ শতাংশ কমে ২০২৫ সালে দাঁড়িয়েছে ৯৫টিতে, আগের বছর যা ছিল ১১৬টি।
আঘাত ও হামলার মামলায় ১৪.২০ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২৫ সালে এ ধরনের মামলা নথিভুক্ত হয়েছে ৬৯৯টি, যেখানে ২০২৪ সালে ছিল ৮১৫টি। দাঙ্গার ঘটনায়ও কমতি এসেছে—২০২৫ সালে ১৭টি, ২০২৪ সালে ২৩টি। পাশাপাশি নারীর বিরুদ্ধে অপরাধের ঘটনাও কমে ৭২৪ থেকে ৬৬৫-এ নেমেছে।
সড়ক নিরাপত্তা প্রসঙ্গে ডিজিপি জানান, বিশেষ অভিযান ও কঠোর নজরদারির ফলে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনা ৮.৮ শতাংশ কমেছে। ২০২৫ সালে মোট ৫২০টি দুর্ঘটনা ঘটেছে, যেখানে ২০২৪ সালে ছিল ৫৭৮টি। মারাত্মক সড়ক দুর্ঘটনার সংখ্যাও ১৪.৫৫ শতাংশ কমে ১৮২টিতে নেমেছে, আগের বছর যা ছিল ২১৩টি।
তিনি আরও জানান, সর্বভারতীয় গড়ের তুলনায় ত্রিপুরায় সড়ক দুর্ঘটনার হার অনেক কম। ২০২৩ সালে দেশে প্রতি লক্ষ জনসংখ্যায় দুর্ঘটনার হার ছিল ৩৪.৬টি, সেখানে ত্রিপুরায় তা ছিল ১৩.৯। ২০২৫ সালে এই হার আরও কমে দাঁড়িয়েছে ১২.৩৫। উল্লেখযোগ্য বিষয় হল, একই সময়ে রাজ্যে যানবাহনের সংখ্যা প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮.১১ লক্ষ থেকে বেড়ে ৮.৬৭ লক্ষে পৌঁছেছে।
মাদক ও আর্থিক অপরাধ দমনের ক্ষেত্রেও পুলিশের সাফল্যের কথা তুলে ধরেন ডিজিপি। তিনি জানান, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে গাঁজা জব্দ বেড়েছে ১৪ শতাংশ। কাশির সিরাপ জব্দ বেড়েছে ১৪৫ শতাংশ এবং ট্যাবলেট জব্দ বেড়েছে ২৬.৩৭ শতাংশ। পাশাপাশি ৯৫ শতাংশ বেশি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।
আর্থিক অপরাধ দমনে পুলিশের সাফল্য তুলে ধরে ডিজিপি বলেন, ২০২৫ সালে মোট ১,৬৩৬ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে, যেখানে ২০২৪ সালে এই অঙ্ক ছিল ৮৪৯ কোটি টাকা। তিনি আরও জানান, পুলিশের প্রয়োগ ও অপরাধ সনাক্তকরণের হার ২০২৫ সালে প্রায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সব মিলিয়ে, ২০২৫ সালে ত্রিপুরায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকার ফলেই গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন অপরাধের হার সম্ভব হয়েছে বলে দাবি করেন রাজ্যের পুলিশ মহাপরিচালক।

