ঢাকা, ৩০ ডিসেম্বর: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
এক্স-এ প্রকাশিত শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,“ঢাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরলোকগমনের সংবাদে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি তাঁর পরিবারকে দান করেন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি। আমরা আশা করি, তাঁর ভাবনা ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথনির্দেশ করবে। তাঁর আত্মার শান্তি কামনা করি।”
উল্লেখ্য, ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। পরবর্তী কয়েক দশক ধরে তিনি শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদলের কেন্দ্রবিন্দুতে ছিলেন।
বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসকদের মতে, তাঁর লিভারের সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, বুকে ও হৃদ্রোগ সংক্রান্ত একাধিক জটিলতা ছিল। উন্নত চিকিৎসার জন্য তিনি ২০২৫ সালের শুরুতে লন্ডনে যান এবং প্রায় চার মাস সেখানে চিকিৎসাধীন থাকার পর দেশে ফেরেন।
বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশসহ আন্তর্জাতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

