ধর্মনগরের ঘটনার পুনরাবৃত্তি নারায়ণপুরে, সিআইএসএফ জওয়ানের হাতে আক্রান্ত ডেলিভারি বয়

আগরতলা, ২১ ডিসেম্বর: ধর্মনগরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ডেলিভারি বয়ের উপর হামলার অভিযোগ উঠল। এবার ঘটনাস্থল নারায়ণপুর বাজার। অভিযোগ, এক সিআইএসএফ জওয়ানের জুতা পেটা ও মারধরে গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন রূপম সাহা নামে এক ডেলিভারি কর্মী। ঘটনার পর অভিযুক্ত সিআইএসএফ জওয়ানকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

ঘটনার বিবরণে ডেলিভারি কর্মী রূপম সাহা জানান, নির্দিষ্ট একটি অর্ডার ডেলিভারি দিতে তিনি নারায়ণপুর বাজার এলাকায় পৌঁছান। অর্ডারে যে ঠিকানা উল্লেখ ছিল, সেই ঠিকানাতেই দাঁড়িয়ে তিনি অর্ডারে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন। তখন ফোনের ওপার থেকে অন্য একটি জায়গায় এসে ডেলিভারি দেওয়ার জন্য বলা হয়। কিন্তু রূপম সাহা স্পষ্টভাবে জানান, অর্ডারে উল্লিখিত ঠিকানা ছাড়া অন্য কোথাও ডেলিভারি দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তিনি পরামর্শ দেন, প্রয়োজনে অফিস থেকে ডেলিভারিটি সংগ্রহ করে নেওয়া যেতে পারে।

এই কথাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সংশ্লিষ্ট কাস্টমার সিআইএসএফ জওয়ান। অভিযোগ, প্রথমে তিনি ডেলিভারি কর্মীকে গালিগালাজ করেন এবং হুমকি দিতে থাকেন। এরপর আচমকাই রূপম সাহার উপর চড়াও হয়ে জুতা দিয়ে পেটানো সহ বেধড়ক মারধর করেন। প্রকাশ্য বাজারে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনার পর আক্রান্ত ডেলিভারি কর্মী রূপম সাহা এয়ারপোর্ট থানা-র দ্বারস্থ হন এবং অভিযোগ জানান। তিনি এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য , সম্প্রতি ধর্মনগরে ডেলিভারি কর্মী প্রসেনজিতের মৃত্যুর রেশ এখনো কাটে নি। নারায়ণপুরের এই নতুন ঘটনায় ফের একবার ডেলিভারি কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ওই ডেলিভারি কর্মী।

Leave a Reply