জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে কৈলাশহরে জেলাভিত্তিক পোলিও দিবসের উদ্বোধন

কৈলাসহর, ২১ ডিসেম্বর: জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে ঊনকোটি জেলায় জেলাভিত্তিক পোলিও দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার কৈলাশহর-এর আর.জি.এম (মহকুমা) হাসপাতালে এই কর্মসূচির সূচনা হয়। আগামী তিন দিন ধরে জেলাজুড়ে শিশুদের পোলিও ড্রপ খাওয়ানোর কর্মসূচি চলবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, গত বছর ঊনকোটি জেলায় শতভাগ শিশুকে পোলিও ড্রপ খাওয়ানো সম্ভব হয়েছিল। এই সাফল্যের পিছনে স্বাস্থ্যকর্মী, আশা দিদি ও অঙ্গনওয়াড়ি কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়। পাশাপাশি জেলা শিক্ষা দপ্তর এবং সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের সক্রিয় সহযোগিতাও এই কর্মসূচিকে সফল করতে সহায়ক হয়েছিল।

এবছরও যাতে শতভাগ শিশুকে পোলিও ড্রপের আওতায় আনা যায়, সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালানো হবে বলে জানান ডক্টর শ্রী সন্দীপন ভট্টাচার্জী। তিনি বলেন, কোনও শিশুই যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে জন্য সংশ্লিষ্ট সমস্ত দপ্তর ও কর্মীদের সমন্বয়ে কাজ করা হবে।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাশহর পৌর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর, জেলা শিক্ষা অধিকারী প্রশান্ত কিলিকদার, জেলা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক বিদ্যাসাগর দেববর্মা, ডক্টর দ্বৈপায়ন রায়, ডক্টর সন্দীপন ভট্টাচার্জী এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারী শীর্ষেন্দু চাকমা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় ও ব্যাজ পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠান মঞ্চে প্রতীকীভাবে পাঁচজন শিশুকে অতিথিদের হাত দিয়ে পোলিও ড্রপ খাওয়ানো হয়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে শূন্য থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে পোলিও ড্রপ খাওয়ানোর মাধ্যমে এই জাতীয় কর্মসূচিকে সফল করতে সহযোগিতা করার জন্য।

Leave a Reply