আগরতলা, ২১ ডিসেম্বর : মেডিকেল অ্যাস্ট্রোলজি রিচাস ফেটানিটি-র উদ্যোগে আগরতলার প্রেস ক্লাবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজকল্যাণমূলক এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বহু রক্তদাতা।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার এবং মেডিকেল অ্যাস্ট্রোলজি রিচাস ফেটানিটি-র সম্পাদিকা ডক্টর সোমা চৌধুরী। অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মত প্রকাশ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য ও সমাজসেবামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

