নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর:
বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে উত্তর ত্রিপুরার দামছড়া থানা এলাকার কার্গিলটিলায় এক বিশেষ অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। দামছড়া থানার অফিসার ও কর্মীরা টিএসআর-এর গোয়েন্দা দলের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, দামছড়া থানা এলাকার কার্গিলটিলায় অবস্থিত আনন্দ রিয়াং-এর বাড়িতে অভিযান চালিয়ে আসামের হাইলাকান্দি জেলার বাগচিরা এলাকার বাসিন্দা কর্নোজয় রিয়াং ওরফে লাথাকে গ্রেফতার করা হয়। তিনি প্রয়াত দেবকুমার রিয়াং-এর পুত্র এবং নিষিদ্ধ সশস্ত্র সংগঠন টিইউএনএফ-এর ক্যাডার বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার অভিযুক্তের বিরুদ্ধে ভাঙমুন থানার একটি মামলায় ১৯০৮ সালের বিস্ফোরক পদার্থ আইনের ধারা ৬১(২)(এ), ১৪৮, ৩১০(৪) সহ ধারা ৪ ও ৫ অনুযায়ী অভিযোগ রয়েছে। বর্তমানে কর্নোজয় রিয়াংকে নিরাপত্তার স্বার্থে কাঞ্চনপুর থানায় রাখা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

