ব্রিজ নির্মাণে ধীরগতির কাজ, প্রতিবাদে গ্রামবাসীদের রাস্তা অবরোধ

আগরতলা, ১৭ ডিসেম্বর : ঠিকাদারের খামখেয়ালিতে ব্রিজ নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে থমকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সরবং–অমরপুর সড়কের ইন্দিরা ক্লাব সংলগ্ন এলাকার সাধারণ মানুষ। যাতায়াতের দুর্ভোগের প্রতিবাদে অমরপুর–বীরগঞ্জ এলাকার উত্তরপাড়ার গ্রামবাসীরা রাস্তা অবরোধে নামেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, উত্তরপাড়ায় যাতায়াতের একমাত্র রাস্তায় পাগলছড়ার উপর নির্মাণাধীন পাকা বক্স কালভার্টের কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। এর ফলে উত্তরপাড়ার প্রায় ৪২টি পরিবার চরম সমস্যার মুখে পড়েছে। প্রতিদিন স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ এবং অসুস্থ রোগীদের যাতায়াতে ভীষণ অসুবিধা হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। এদিকে, অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা সহ পুলিশ। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং আশ্বস্ত করেন অতিসত্বর সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

গ্রামবাসীদের দাবি, অবিলম্বে নির্মাণ কাজ দ্রুত শেষ করতে হবে, না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Leave a Reply