নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর:
দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ। তাদের মধ্যে একজনকে বিএসএফের সাহায্যে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।
তাদের নাম দাউদ শেখ এবং মুন্না মিয়া। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।
পুলিশ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে। কী উদ্দেশ্যে এবং কোন পথ ব্যবহার করে তারা দেশে ঢুকেছে—তা খতিয়ে দেখছে পুলিশ। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা সম্প্রতি অব্যাহত রয়েছে। সীমান্তে কঠোর নজরদারির ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে এ ধরনের অনুপ্রবেশ ঘটছে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ধর্মনগরে তিন রোহিঙ্গা নাগরিককে ধরিয়ে দিলেন গাড়ি চালকরা। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের তিন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। জানা যায় তারা সীমান্ত ডিঙিয়ে রাজ্যে অনুপ্রবেশ করেছে। তারা ধর্মনগর আইএসবিটিতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাদেরকে দেখে গাড়িচালকদের সন্দেহ হয়। তখনই তাদের আটক করে ধর্মনগর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ আইনে মামলা লিখিত হয়েছে। ধর্মনগরের যানবাহন চালকরা জানান প্রায়ই তারা বাংলাদেশী ও রোহিঙ্গাদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন।

