আগরতলা, ১৬ ডিসেম্বর : মনু নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল আগরতলার এক যুবক। ওই ঘটনায় কৈলাসহর পশ্চিম কামরাঙ্গাবাড়ি ৫ নং ওয়ার্ড এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও দমকলবাহিনী একত্রে নদীতে তল্লাশি শুরু করেছে। এখনো পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মনু নদীতে স্নান করার নামে চার যুবক। কিছুক্ষণের মধ্যেই এক যুবক জলের স্রোতে তলিয়ে যান বলে অনুমান করা হচ্ছে। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ বিষয়টি প্রশাসনকে জানান। জানা গিয়েছে, তাঁরা চারজনের আগরতলার বাসিন্দা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি ও উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

