কৈলাসহর, ১৫ ডিসেম্বর: ঠিকাদারি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। সোমবার বিকেলে কৈলাসহর ইরানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন এলাকায় সংঘর্ষে এক ঠিকাদার গুরুতরভাবে আহত হন। আহত ঠিকাদারের নাম মিজানুর রহমান সাগর বলে জানা গেছে।
ঘটনার বিবরণে আহত মিজানুর রহমান সাগরের দাবি, তিনি ইরানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে নিজের কাজের স্থানে অবস্থান করছিলেন। সেই সময় হঠাৎ করেই একদল দুষ্কৃতী অতর্কিতভাবে তাঁর উপর হামলা চালায়। হামলার ফলে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ঠিকাদারের মাথায় মোট আটটি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার দিকে চিকিৎসকেরা নজর রাখছেন। এই ঘটনায় গোটা কৈলাসহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মিজানুর রহমান সাগরের আরও অভিযোগ, ইরানি থানা ঘটনাস্থল থেকে খুব কাছাকাছি থাকা সত্ত্বেও তাঁর উপর হামলার ঘটনা সংঘটিত হয়। তবে পরবর্তী সময়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে ভর্তি করায়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

