আগরতলা, ১৪ ডিসেম্বর: উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর নতুন কার্যালয়টি সিল করে দিয়েছে ধর্মনগর মহকুমা প্রশাসন। সরকারি অফিস দখল করে সেখানে শনিবার বিএমএস-এর উত্তর জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। রবিবার মহকুমা শাসকের (এসডিএম) এর নির্দেশে প্রশাসন ওই অফিসটি নিজেদের দখলে নেয় এবং তালা ঝুলিয়ে দেয়।
মহকুমা প্রশাসন জানিয়েছে, আইন-শৃঙ্খলার অবনতি রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগেও গত ৫ নভেম্বর বিএমএস-এর পুরনো কার্যালয়েও তালা ঝুলিয়ে দিয়েছিল প্রশাসন। ফলে সংগঠনের দুটি অফিসই বর্তমানে তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)- এবং সি আর পি এফ এর বিশাল বাহিনী মোতায়েন করে কার্যালয়টি সিল করার কাজ সম্পন্ন করা হয় প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় শ্রমিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যালয়টি বন্ধ থাকবে।

