কালচারেল শেড নির্মাণ কাজ পরিদর্শনে বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার

আগরতলা, ১৩ ডিসেম্বর: বামুটিয়া বিধানসভার তালতলা গ্রাম পঞ্চায়েতের বাজালঘাট এলাকায় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মাণাধীন একটি কালচারেল শেডের কাজ পরিদর্শন করেছেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার।

শনিবার স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে নির্মাণ স্থলে গিয়ে বিধায়ক নয়ন সরকার কাজের গুণগত মান বজায় রাখার আহ্বান জানান। পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের জানান, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে গোটা বিধানসভা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। এই তহবিলের আওতায় তালতলা পঞ্চায়েতের বাজালঘাট এলাকার কালচারেল শেড নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। তিনি আশা প্রকাশ করেন, কাজের গুণগত মান বজায় রেখে এই প্রকল্প সময়মতো সম্পন্ন হবে।

বিধায়ক নয়ন সরকার বলেন, আমরা চাই প্রকল্পটি এলাকাবাসীর উপকারে ব্যবহারযোগ্য এবং দীর্ঘস্থায়ী হোক। নির্মাণের প্রতিটি ধাপে পর্যবেক্ষণ রাখা হচ্ছে।

Leave a Reply