নিপুন ত্রিপুরা মিশনের সাফল্যে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ ডিসেম্বর:  মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয় এবং শিক্ষা ছাড়া কোনকিছুই সম্ভব নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদা জোর দিয়েছেন যে আগামী ভবিষ্যত শিক্ষার উপর নির্ভর করবে।

                             আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত জেলা ভিত্তিক নিপুণ ফেস্ট এর উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আমাদের অবশ্যই প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিতে হবে। আমাদের অবশ্যই শিক্ষার মাধ্যমে, মানসিকভাবে এবং প্রতিটি দিক থেকে আগামী প্রজন্মকে লালন করতে হবে। ২০২১ সালে শুরু হওয়া নিপুন মিশন অপরিহার্য ছিল এবং এই ধরনের চিন্তাভাবনা সত্যিই অভূতপূর্ব। আমি শিক্ষকদের উদ্দেশ্যে অনুরোধ করতে চাই যে প্রত্যেকের পরিবার, ব্যক্তিগত জীবন ইত্যাদি ক্ষেত্রে সমস্যা আছে। এরমধ্যেও আপনারা ছোট ছোট ছেলেমেয়েদের সামনে হাসুন, কারণ ছোট শিশুদের মনে এই বিষয়কে আকর্ষন করবে।

                               আলোচনায় মুখ্যমন্ত্রী আরও বলেন, নিপুন ত্রিপুরা মিশনের সাফল্য পূরণে শিক্ষকগণ মুখ্য ভূমিকা পালন করছেন। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রবর্তিত জাতীয় শিক্ষা নীতির অংশ এবং পার্সেল। আমরা যদি শিশুদেরকে খেলার মাধ্যমে শেখাতে পারি, তবে তারা এবিষয়ে বুঝতে পারবে। এখান থেকে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ছেলেমেয়েরা উপকৃত হবে। এক্ষেত্রে শিক্ষকদের বুঝতে হবে ছাত্রছাত্রীরা এটি বুঝতে পারছে কি না এবং যারা বুঝতে পারছে না, শিক্ষকদের তাদের আরও সময় দিতে হবে। আমরা যদি তাদের অবহেলা না করি তাহলে ভাল ফলাফল পেতে পারি।
                                 মুখ্যমন্ত্রী বলেন, ২০২২ সালে ত্রিপুরায় নিপুন ত্রিপুরা চালু হয়। এই নিপুন ত্রিপুরার অধীনে প্রায় ৪,২০০টি বিদ্যালয় রয়েছে। আমি আশাবাদী আগামী দিনে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং আমাদের অবশ্যই সমাজের অন্তিম স্তর পর্যন্ত পৌঁছাতে হবে। শিক্ষকরা হচ্ছেন মূল ভিত্তি এবং আপনার নিজের সন্তানের মতো শিশুদের জন্য সময়ের বাইরে কাজ করতে হবে। এই বছর নিপুন ভারত ৪ বছর পূর্ণ করেছে এবং নিপুন ত্রিপুরা ৩ বছর পূর্ণ করেছে।
                                 অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, শিক্ষা অধিকর্তা এন সি শর্মা, অধিকর্তা রাজীব দত্ত সহ অন্যান্য পদস্থ আধিকারিক এবং শিক্ষক শিক্ষিকাগণ।

Leave a Reply