আগরতলা, ১১ ডিসেম্বর: মাতাবাড়ি মন্দির নিয়ে সিপিআইএমের বিরুদ্ধে ‘মিথ্যা ও অপমানজনক’ মন্তব্য করার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করল সিপিআইএম। দলের পলিটব্যুরো সদস্য ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমটাই জানিয়েছেন।
জিতেন্দ্র চৌধুরী বলেন, চলতি বছরে গান্ধীগ্রামে এক ধর্মীয় অনুষ্ঠানে সাংসদ বিপ্লব দেব দাবি করেন যে সিপিআইএম সরকার থাকাকালীন মাতাবাড়ি মন্দিরের দানবাক্স থেকে চুরি করা হত এবং পরে নকল জিনিস ভরে দেওয়া হত। এই মন্তব্যকে অসত্য, ভিত্তিহীন এবং ধর্মীয় ভাবাবেগে আঘাতকারী বলে দাবি করেন তিনি।
বিরোধী দলনেতার বক্তব্য, সাংসদ বিপ্লব দেবের মন্তব্যের পরই সিপিআইএম-এর পক্ষ থেকে ব্যাখ্যা চেয়ে বিবৃতি জারি করা হয়েছিল। এরপর আইনানুগভাবে উকিল নোটিশও পাঠানো হয়। কিন্তু সাংসদ কোনও জবাব না দেওয়ায় এবার আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে দল।
জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, ইচ্ছে করেই সিপিআইএমের ভাবমূর্তি কলুষিত করার চেষ্টা করেছেন বিপ্লব দেব। ধর্মীয় স্থানের নামে এমন অপপ্রচার কোনওভাবে বরদাস্ত করা যায় না।

