আগরতলা, ১১ ডিসেম্বর: কাঞ্চনপুর–জম্পুই জাতীয় সড়কে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরবাইকে সওয়ার হয়ে তিনজন জম্পুই পাহাড় থেকে কাঞ্চনপুরের দিকে আসছিলেন। পথে হঠাৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে তারা দুর্ঘটনার কবলে। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। অপর একজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

