নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ ডিসেম্বর:
ধর্মনগর হাফলং বাজার সংলগ্ন এলাকায় টমটম ও একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই বৃদ্ধা। এলাকাজুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মনগর শহর থেকে দুই মহিলা টমটমে করে গঙ্গানগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হাফলং বাজারের কাছে একটি গাড়ি আকস্মিকভাবে সজোরে টমটমটিকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় টমটমটি উল্টে গিয়ে দুই বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম হন।
খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক সূত্রে জানা গেছে, দুইজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে একজনের মাথায় গভীর ক্ষত রয়েছে। টমটম চালকও সামান্য আহত হয়েছেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সংঘর্ষের মূল কারণ—চালকের গাফিলতি নাকি অতিরিক্ত গতি—তা খতিয়ে দেখা হচ্ছে।

