মাছ বোঝাই মি‌নি ল‌রি থে‌কে ১ কোটি ৩০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, পলাতক চালক

আগরতলা, ২১ নভেম্বর: মাছ বোঝাই মি‌নি ল‌রি থে‌কে বিপুল প‌রিমাণ গাঁজা জব্দ করা হল বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়িতে। গাড়ির চালক পলাতক বলে জানা গেছে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য ১ কোটি ৩০ লক্ষ টাকা বলে জানা গেছে।

রাজ‌্য হ‌য়ে শ্রীভূ‌মি জেলার পাথারকা‌ন্দি সম‌ষ্টির বি‌ভিন্ন রুট‌কে ক‌রি‌ডোর ক‌রে নেশা সামগ্রী পাচা‌রের যেন হি‌ড়িক প‌ড়ে‌ছে। গত এক সপ্তাহ আ‌গে সম‌ষ্টির কাঁঠালত‌লি পু‌লি‌শের হা‌তে ধরা প‌ড়ে প্রায় আড়াই কো‌টি টাকার নি‌ষিদ্ধ গাঁজা। তারপর গত বুধবার রা‌তে পাথারকা‌ন্দি পু‌লি‌শের হা‌তে প্রায় সোয়া কো‌টি টাকার শুক‌নো গাঁজা জব্দ হয়। এ‌রইম‌ধ্যে শুক্রবার সকাল এক‌টি বাহন থে‌কে বিপুল প‌রিমাণ গাঁজা বা‌জেয়াপ্ত কর‌তে সক্ষম হয় বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি পু‌লিশ।

জানা গে‌ছে এ‌দিন সকা‌লে টিআর০৮- ই -১৫৩১ নম্ব‌রের এক‌টি ম‌হেন্দ্র কোম্পানির চার চাকার মাছ বোঝাই মি‌নি ল‌রি অস‌মের প্রবেশদ্বার বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি পু‌লিশ ওয়াচ পো‌ষ্টে এ‌লে গা‌ড়ি‌টি‌তে দলবল নি‌য়ে রু‌টিন তল্লা‌শি চালান গেট ইনচার্জ প্রণব মিলি। এ‌তে বি‌ভিন্ন মা‌ছের কার্টু‌নের ভিতর থে‌কে দুই কুইন্টাল আঠান্ন কে‌জি শুক‌নো গাঁজা উদ্ধার হয়। পু‌লি‌শি চে‌কিং চলাকা‌লে চালক সু‌যোগ বু‌ঝে পা‌লি‌য়ে গা ঢাকা দি‌তে সক্ষম হয়।

মা‌ছের কার্টুনগু‌লো‌তে উপ‌রে মাছ থাক‌লেও নি‌চে ছিল গাঁজা।বা‌জেয়াপ্ত গাঁজাগু‌লোর কা‌লোবাজা‌রি মুল‌্য প্রায় এক কো‌টি ত্রিশ লক্ষ টাকার মত হ‌বে ব‌লে পু‌লি‌শের অনুমান। এ কা‌ন্ডে গেট ইনচার্জ মি‌লি বাবু জানান যে জব্দকৃত গা‌ড়ির মা‌লি‌কের সুত্র ধ‌রে মামলা হা‌তে নেওয়া হ‌বে।