আগরতলা, ১৬ নভেম্বর:
সাব্রুম–আগরতলা জাতীয় সড়কের হরিনা রোডে রবিবার সকালে ঘটে গেল গুরুতর সড়ক দুর্ঘটনা। বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগে দুই নাবালক চালিত মোটরবাইক সরাসরি ধাক্কা মারে একটি টমটমকে। সংঘর্ষের তীব্রতায় দু’জনেই গুরুতর জখম হয়।
আহত দুই নাবালকের নাম সৈকত রায় এবং বিক্রম দে। দুজনের বাড়ি লুধুয়া এডিসি ভিলেজের ১৭ কার্ড এলাকায়। তাদের মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর টমটম চালক মিঠুন সরকার আহতদের দ্রুত সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, অত্যন্ত দ্রুতগতিতে বাইকটি এসে তার টমটমে ধাক্কা মারে।
কর্তব্যরত চিকিৎসক ডা. রাকেশ মজুমদার জানান, আহতদের মধ্যে একজনের মাথায় আঘাত গুরুতর হওয়ায় সিটি স্ক্যান প্রয়োজন। তাই তাকে শান্তির বাজার জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে। অন্যজনকে সাব্রুম মহকুমা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় মানুষের অভিযোগ, নাবালকদের বেপরোয়া বাইক চালানো নিয়ন্ত্রণে পুলিশ ও ট্রাফিক প্রশাসন পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না। এখন দেখার বিষয়—এই ঘটনার পর সাব্রুম থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ কার্যকরী উদ্যোগ গ্রহণ করে কি না।
2025-11-16

