বাগমা হাসপাতাল চৌমুহনীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ৭, গুরুতর আহত ২

আগরতলা, ১৩ নভেম্বর: বাগমা হাসপাতাল চৌমুহনী এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দুটি অটো ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন সাতজন। তাদের মধ্যে দুইজনের আঘাত গুরুতর।

ঘটনাস্থল থেকে স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি বাইক দ্রুতগতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দুটি অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি অটোই দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোতে থাকা যাত্রীরা আহত হন।

ঘটনার পরপরই দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দিলীপ দেবনাথ (৫৭) এবং স্বপন ধর (৬০) এর অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।