ধর্মনগর, ৮ নভেম্বর: দুই দিন ধরে চলা কর্মবিরতির জেরে ধর্মনগর আইওসি ডিপোয় তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছিল। ট্যাংকারগুলি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়, ফলে রাজ্যের বিভিন্ন বিওসিতে পেট্রোল ও ডিজেলের তীব্র সংকট দেখা দেয়। পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করলে প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
আইওসি ডিপোর শ্রমিকরা বিগত দু’দিন ধরে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কর্মবিরতিতে অংশ নেন। এর ফলে ধর্মনগর থেকে রাজ্যের অন্যান্য অংশে তেল পরিবহন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তেলবাহী ট্যাংকারগুলি ডিপোর সামনে দীর্ঘ সারিতে আটকে পড়ে, আর তেলের অভাবে রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাম্পগুলোতে সরবরাহ ব্যাহত হয়।
পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন দ্রুত মধ্যস্থতা ও আলোচনার মাধ্যমে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে। আলোচনার পর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মবিরতির ফলে রাজ্যের সর্বত্র জ্বালানি সংকট দেখা দিয়েছিল, তাই জনস্বার্থে এবং পরিস্থিতির গুরুত্ব বুঝে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের নেতারা আরও জানান, সমস্যাগুলি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। কর্মবিরতি প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই আইওসি ডিপোতে আবারও তেল ভরার কাজ শুরু হয়েছে। একের পর এক ট্যাংকার তেল নিয়ে বিভিন্ন বিওসির উদ্দেশ্যে রওনা দিচ্ছে।
এর ফলে রাজ্যে তেলের সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

