ধর্মনগর, ৬ নভেম্বর : ধর্মনগরের আনন্দবাজার নাকা পয়েন্টে পুলিশের তল্লাশিতে উদ্ধার ২ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা। সঙ্গে আটক করা হয়েছে ২ যুবককে।
উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার নাকা পয়েন্টে যানবাহনে তল্লাশি চালানোর সময় বড় ধরনের সাফল্য পেয়েছে এদিন। একটি পালসার বাইক আটক করে তল্লাশি চালিয়ে বাইক থেকে দুই হাজার ইয়াবা ট্যাবলেট এবং নগদ সাড়ে তিন লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই নেশাপাচার চক্রে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি ঊনকোটি জেলার কৈলাসহরের ইরানি এলাকায় বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে।
কর্তব্যরত পুলিশ অফিসার জানান, অন্যান্য দিনের মতো নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় একটি সন্দেহভাজন বাইক আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে বাইকের সিটের নিচ থেকে একটি প্যাকেট উদ্ধার করা হয়। দশটি প্যাকেটে মোট দু হাজার ইয়াবা ট্যাবলেট মিলেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের পদস্থ আধিকারিক ডিসিএম এবং ফরেনসিক ল্যাবের কর্মকর্তাদের জানানো হয়। এধরনের তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

