ডাইনি অপবাদে খুন, অবশেষে পুলিশের জালে মূল পান্ডা প্রফুল্ল দেববর্মা

আগরতলা, ৬ নভেম্বর : ডাইনি অপবাদে মহিলাকে খুনের ঘটনার মূল পান্ডা প্রফুল্ল দেববর্মাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সিধাই থানার পুলিশ। এই নৃশংস ঘটনাটি ঘটেছিল গত ২৬ অক্টোবর, সিধাই থানাধীন অভিচরণ মনচরণ কোবরা পাড়ায়। ওইদিন গ্রামবাসীর একাংশ নন্দ রাণী দেববর্মা নামে এক মহিলাকে ডাইনি বলে সন্দেহ করে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর স্থানীয় কিছু অতিউৎসাহী গ্রামবাসী মৃতদেহ তড়িঘড়ি দাফন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু মৃতার ছোট বোন সত্য উদঘাটনের লক্ষ্যে থানায় খুনের মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং ২৮ অক্টোবর মৃতদেহ মাটির নিচ থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরবর্তীতে মৃতদেহ পুনরায় দাফন করা হয়।

এই খুনের ঘটনায় মোট ৯ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। তার মধ্যে পুলিশ এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে মূল অভিযুক্ত প্রফুল্ল দেববর্মার গ্রেফতারই সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ।

সিধাই থানার ওসি অজিত কান্তি চাকমা সংবাদ মাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে এবং বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে। এদিকে, গোটা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।