যাত্রাপুরে ফের গাঁজা ধ্বংস অভিযান

আগরতলা, ১ নভেম্বর : যাত্রাপুর থানাধীন থলিবাড়ি এডিসি ভিলেজ এলাকার জঙ্গলে বৃহৎ পরিসরে গাঁজা ধ্বংস অভিযান চালিয়েছে পুলিশ ও টিএসআর জওয়ানরা। এদিন মোট চারটি প্লটে প্রায় সাত হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে বলে জানান যাত্রাপুর থানার ওসি সিতি কণ্ঠ বর্ধন।

তিনি জানান, চলতি মৌসুমে এটি অষ্টম দফার গাঁজা ধ্বংস অভিযান চালিয়েছে। গোপন সূত্রে খবর পাওয়ার পর সাব-ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী, এএসআই তপন দেবনাথ ও কাফুরাই দেববর্মা নেতৃত্বে একদল পুলিশ ও টিএসআর জওয়ান সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালান।

অভিযান চলাকালীন চারটি পৃথক প্লটে গাঁজা চাষের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে আইন অনুযায়ী সব গাছ কেটে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। ওসি সিতি কণ্ঠ বর্ধন জানান, অবৈধ গাঁজা চাষ রোধে নিয়মিত তল্লাশি ও অভিযানের কাজ চলছে। স্থানীয় জনগণের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।