আগরতলা, ৩১ অক্টোবর: আবারও সক্রিয় আন্তর্জাতিক পাচারচক্র। বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ অবৈধ ওষুধসহ একটি গাড়ি আটক করেছে মধুপুর থানার পুলিশ। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় পাচারকারী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায়—মধুপুর থানাধীন আনন্দ চৌমুহনী এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ওষুধ নিয়ে যাওয়া হচ্ছে। সেই অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে একটি মারুতি গাড়ি আটক করে।
তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর ওষুধ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ৩,০০০টি প্রেসারের ওষুধ, ১,৮০০টি ওয়ানমেন্ট এবং ৩০০টি জেল, যার বাজারমূল্য আনুমানিক ৭ লক্ষ টাকা।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় পাচারকারী হঠাৎ গাড়ি থামিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে তল্লাশি অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ওষুধ বাংলাদেশে অবৈধ পথে পাচারের উদ্দেশ্যেই সংগ্রহ করা হয়েছিল।
এই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করেছে এবং পাচারচক্রের মূল হোতাদের সন্ধানে তদন্ত শুরু হয়েছে।

