গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারী যুবকের, শোকের ছায়া এলাকায়

আগরতলা, ৩০ অক্টোবর:
বৃহস্পতিবার সকালেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরতাজা যুবক নিরজিৎ দেববর্মা। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ-মেলাঘর সড়কের ২ নম্বর ডন বসকো স্কুলের সামনে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সকাল প্রায় সাতটার সময় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি নিরজিৎ দেববর্মাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতাল হয়ে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এলাকায়। মূলত দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা বলে অভিমত প্রত্যক্ষদর্শীদের। পুলিশ একটি মামলা গ্রহন করে ঘটনার তদন্ত শুরু করেছে।