উদয়পুরে গোমতী নদী থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৭ অক্টোবর : গোমতী জেলার উদয়পুর রাজনগর এলাকায় চাঞ্চল্যকর ঘটনায় নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকালে উত্তর রাজনগর এলাকার স্থানীয় বাসিন্দারা গোমতী নদীতে ভাসমান অবস্থায় একটি দেহ দেখতে পান। সকালবেলা নদীতে কিছু মানুষ মাছ ধরতে গিয়ে প্রথমে দেহটি দেখতে পান।সঙ্গে সঙ্গে তাঁরা পিত্রা আউট পোস্টের পুলিশকে খবর দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, শিশুটির বয়স আনুমানিক দশ বছর হবে। তবে এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং শিশুটির পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।
ঘটনাটি ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও আতঙ্ক। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।