ছট্‌ উৎসবের আগে নাগরিকদের ছট্‌ গান শেয়ার করতে আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৫ অক্টোবর : আসন্ন ছট্‌ পূজা উপলক্ষে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নাগরিকদের অনুরোধ করেছেন, তাঁরা যেন ছট্‌ মাইয়ার ভক্তিমূলক গান ও ছট্‌ উৎসব-সংক্রান্ত সঙ্গীত তাঁর সঙ্গে ভাগ করে নেন। আগামী কয়েক দিনে প্রধানমন্ত্রী সেই গানগুলি সামাজিক মাধ্যমে শেয়ার করবেন বলে জানিয়েছেন।

এক পোস্টে মোদী লিখেছেন, ছট্‌ মাইয়ার গান এই পবিত্র উৎসবের আভা ও ঐশ্বর্য আরও বৃদ্ধি করে। দেশজুড়ে, বিশেষ করে বিহারে, ভক্তরা ইতিমধ্যেই গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে ছট্‌ পূজার প্রস্তুতিতে ব্যস্ত।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমার অনুরোধ, আপনারা আপনাদের প্রিয় ছট্‌ গানগুলি আমার সঙ্গে শেয়ার করুন। আমি আগামী দিনে সেগুলোর কিছু শেয়ার করব, যাতে সবার সঙ্গে এই আনন্দময় উৎসবের ভাবগাম্ভীর্য ভাগ করে নেওয়া যায়।

উল্লেখ্য, ছট্‌ পূজা উত্তর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক উৎসব, যেখানে সূর্যদেব ও ছট্‌ মাইয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপাসনা করা হয়। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং দিল্লিসহ বিভিন্ন রাজ্যে এই উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়।