জঙ্গলে বাঁশ কাটতে গিয়ে ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত ব্যক্তি

গন্ডাছড়া, ২১ অক্টোবর:
জঙ্গলে বাঁশ কাটতে গিয়ে হঠাৎ ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গন্ডাছড়া মহকুমার রতননগর এডিসি ভিলেজের মাঝিমনি পাড়ায়।
জানা গেছে, এদিন স্থানীয় বাসিন্দা মোহন ত্রিপুরা (৪৫) প্রতিদিনের মতো জঙ্গলে বাঁশ কাটতে গিয়েছিলেন। সেই সময় হঠাৎ এক বুনো ভাল্লুক তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। আকস্মিক আক্রমণে মোহনবাবু গুরুতর আহত হন। স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে আহত মোহন ত্রিপুরা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।