অমরপুর, ১৯ অক্টোবরঃ
অমরপুর মহকুমা হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. আই. দেব পালের বদলির নির্দেশকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সকালে স্থানীয় বাসিন্দারা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান এবং চিকিৎসকের কোয়াটারে তালা ঝুলিয়ে দেন।
বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে ডা. দেব পাল নিষ্ঠার সঙ্গে এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন। হঠাৎ তাঁর বদলির সিদ্ধান্তে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবায় মারাত্মক সমস্যায় পড়বে। তাই তাঁকে অমরপুরেই রাখার দাবি তুলেছেন তারা।
স্থানীয়দের বক্তব্য, “ডা. দেব পাল আমাদের জন্য একনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি গেলে গ্রামের মানুষ চিকিৎসার জন্য দুর্ভোগে পড়বে।” এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকাবাসী একরাশ ক্ষোভ উগরে দেন সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে।
উল্লেখ্য, পরিস্থিতি শান্ত করতে প্রশাসন কি উদ্যোগ নেবে সেটাই একজন দেখার বিষয়।

