পাটনা, ১৮ অক্টোবর: আজ নির্বাচনী প্রচারে যাওয়ার পথে বিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
এই সাক্ষাৎ চলাকালীন দুইজনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন তাঁরা।

