চিরাগ পাসোয়ান দাবি করলেন এনডিএ-র ঐতিহাসিক জয়ের, মহাগঠবন্ধনের কোন্দলকে নিশানা

পটনা, ১৮ অক্টোবর – বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী ও লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর সভাপতি চিরাগ পাসোয়ান শুক্রবার দাবি করলেন, জাতীয় গণতান্ত্রিক জোট রাজ্যে এবার “ঐতিহাসিক জয়” অর্জন করবে। এনডিএ-র মধ্যে কোনও বিভ্রান্তি নেই বলে সাফ জানিয়ে মহাগঠবন্ধনের অভ্যন্তরীণ কোন্দল ও বিশৃঙ্খলাকেই তিনি মূল ইস্যু করে তুলেছেন।

চিরাগের এই মন্তব্য এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর। তিনি জানান, অমিত শাহের সঙ্গে ‘ঐতিহাসিক আসন জয়ের কৌশল’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে তিনি এনডিএ-র ঐক্য ও সমন্বয়কেই এই নির্বাচনের শক্তি হিসেবে তুলে ধরেছেন। তাঁর কথায়, “এনডিএ-তে সব পাঁচটি শরিক দলের সঙ্গে সমঝোতা সম্পন্ন হয়েছে। ২৪৩টি আসনের প্রার্থীতালিকা স্পষ্ট। এখানে মহাগঠবন্ধনের মতো বিভ্রান্তি নেই। আমরা প্রচার শুরু করেছি, যখন ওরা একে অপরের প্রার্থীর বিরোধিতা করছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহার সফরকে এনডিএ-র প্রতিশ্রুতির প্রতীক হিসেবে ব্যাখ্যা করে চিরাগ বলেন, “গত এক বছরে ১১ বার প্রধানমন্ত্রী বিহারে এসেছেন। এটা তাঁর অগ্রাধিকারের পরিচয়।” পাশাপাশি মহাগঠবন্ধনের অভ্যন্তরীণ সংঘর্ষ নিয়ে তিনি কটাক্ষ করে বলেন, “ওরা বিভ্রান্ত জোট। এক জোটের প্রার্থীই অন্য প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন দিচ্ছে। এটা বিভ্রান্তির নিদর্শন।”

চিরাগ আরও বলেন, আরজেডি ও কংগ্রেস বিহারের আইনশৃঙ্খলা ধ্বংস করেছিল। “১৯৯০-এর দশকে বিহারের পরিস্থিতি সবার জানা। খুন, অপহরণ, লুঠতরাজ চলত দাপটে। তখন বিহারের এমন একটা ছবি তৈরি হয়েছিল, যেখানে কেউ বিনিয়োগ করত না, আর যুব সমাজকে রাজ্য ছেড়ে যেতে হত,” বলেন তিনি। তাঁর দাবি, “মহাগঠবন্ধন যেখানে অপরাধকে প্রশ্রয় দেয়, এনডিএ শুধুই উন্নয়ন নিয়ে কাজ করে।”

অন্যদিকে, অমিত শাহও শুক্রবার পটনায় এক জনসভায় বলেন, এনডিএ যদি আবার ক্ষমতায় আসে, তবে বিহারকে “শিল্পাঞ্চলে” পরিণত করা হবে। তিনি বলেন, “এখন সময় বিহার ৩.০-এর। বিহারের যুবকদের বুদ্ধিমত্তা বিশ্বে সেরা। জমির অভাব থাকলেও আমরা এমন প্রকল্প আনব, যেখানে মস্তিষ্কের ব্যবহার বেশি ও জমির প্রয়োজন কম।”

এনডিএ-র পক্ষ থেকে ১০০ শতাংশ আসনে জয়লাভের লক্ষ্যে পরিকল্পনা করা হয়েছে বলেও জানান চিরাগ। তিনি বলেন, “আমরা মিথ্যা প্রচার নয়, শুধু উন্নয়নের বার্তা নিয়েই ভোটের ময়দানে নামব।”

বিহারে নির্বাচনের আগে এনডিএ তার প্রচার ও পরিকল্পনায় পরিষ্কার বার্তা দিচ্ছে, যেখানে প্রধান অস্ত্র উন্নয়ন, আর বিরোধীদের অস্ত্রে ভর করছে বিভ্রান্তি ও কোন্দল।