নয়াদিল্লি/ওয়াশিংটন/শার্ম এল শেখ, ১৪ অক্টোবর: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার মিশরের শার্ম এল শেখ শহরে ইজরায়েল-হামাস যুদ্ধ সমাপ্তির শান্তি চুক্তি স্বাক্ষরের পর ভারতের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর “অত্যন্ত ভালো বন্ধু” বলে আখ্যা দেন।
ট্রাম্প তাঁর বক্তৃতায় বলেন, “ভারত একটি মহান দেশ, আর তার শীর্ষে রয়েছেন আমার খুব ভালো বন্ধু। উনি এক অসাধারণ কাজ করেছেন।”
এই মন্তব্যের কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে গাজা শান্তি পরিকল্পনার “ঐতিহাসিক সাফল্যের” জন্য অভিনন্দন জানান এবং চলমান দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা নিয়েও কথা বলেন।
এক্স-এ পোস্ট করে মোদী লেখেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং তাঁকে গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছি। বাণিজ্য আলোচনায় অগ্রগতির বিষয়েও আলোচনা হয়েছে। আমরা নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছি।”এটি ছিল দুই নেতার এক মাসের মধ্যে দ্বিতীয় ফোনালাপ।
এই ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নতুন ভারত-রাজদূত সার্জিও গোরের ভারত সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁর চার দিনের ভারত সফরের শেষ দিনে তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে একটি ফ্রেমে বাঁধানো ছবি উপহার দেন — যা ছিল ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে মোদী-ট্রাম্প সাক্ষাতের মুহূর্ত। ছবিটিতে ট্রাম্প নিজে স্বাক্ষর করে লিখেছেন, “মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি মহান!”
এক সরকারি বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূত গোর বলেন,“ওয়াশিংটন থেকে আজ সকালে নয়াদিল্লি এসে পৌঁছেছি এবং সোজা বৈঠকে অংশ নিই। বিদেশ সচিব বিনয় মোহন মিশ্রি, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়। সবশেষে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অসাধারণ এক বৈঠক হয়, যেখানে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা, বাণিজ্য ও প্রযুক্তি বিষয়ে আলোচনা হয়। গুরুত্বপূর্ণ খনিজের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।”
তিনি আরও বলেন,“যুক্তরাষ্ট্র ভারতকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর দৃঢ় নেতৃত্বে আমরা ভবিষ্যতের জন্য আশাবাদী। প্রেসিডেন্ট ট্রাম্প মোদীজিকে খুবই ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখেন। আমি দিল্লিতে আসার আগেই তাঁরা একটি চমৎকার ফোনালাপ করেছেন, যা ভবিষ্যতেও চলতে থাকবে।”
গোর এক্স-এ লেখেন,“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ ছিল সম্মানের। আগামী দিনে ভারত–যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় হবে।”
জবাবে মোদী লেখেন,“মি. সার্জিও গোরকে ভারতে স্বাগত জানিয়ে খুশি। আমি নিশ্চিত, তাঁর কার্যকালে ভারত–যুক্তরাষ্ট্র বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত হবে।”
উল্লেখযোগ্যভাবে, ভারত সফরের আগে ওয়াশিংটনে ভারত হাউসে দিওয়ালি উৎসবে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কওত্রার সঙ্গে দেখা করেন গোর।
সার্জিও গোরকে ২২ আগস্ট মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয় এবং ৭ অক্টোবর মার্কিন সিনেটে তাঁর নিয়োগ অনুমোদিত হয়।
ভারত–মার্কিন সম্পর্কের বর্তমান আবহে এই ধরনের উচ্চ পর্যায়ের কূটনৈতিক সংলাপ এবং ব্যক্তিগত সম্পর্ক ভবিষ্যতের কৌশলগত দৃষ্টিভঙ্গিকে আরও সুদৃঢ় করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

