ইটানগর, ১৪ অক্টোবর : অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার শেরগাঁও-এর প্রাকৃতিক অরণ্যে ইমপ্যাটিয়েন্স রাজিবিয়ানা নামে নতুন এক বালসাম ফুলের প্রজাতির সন্ধান পেলেন ভারতের বোটানিক্যাল সার্ভে-এর বিজ্ঞানীরা। এই গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কারের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।
১৪ অক্টোবর এক্স -এ মুখ্যমন্ত্রী লেখেন, “ইমপ্যাটিয়েন্স রাজিবিয়ানা—শেরগাঁও-এর প্রাকৃতিক জঙ্গলে পাওয়া নতুন বালসাম প্রজাতি—আবিষ্কারের জন্য ড. কৃষ্ণা চৌলু এবং তাঁর নিবেদিত গবেষণা দলকে আন্তরিক অভিনন্দন জানাই। এই আবিষ্কার প্রমাণ করে, আমাদের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় বিজ্ঞানসম্মত অনুসন্ধানের গুরুত্ব কতটা বিশাল।”
তিনি আরও বলেন, “এই ধরণের অর্জন শুধু রাজ্যের জন্য গর্বের নয়, গোটা বিশ্বের জন্যই এক নতুন বৈজ্ঞানিক সংযোজন। অরুণাচল প্রদেশের বনজ বৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের যথাযথ সংরক্ষণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
ভারতের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষত পূর্ব হিমালয়ের জৈববৈচিত্র্য অঞ্চল, বহু বিরল উদ্ভিদ প্রজাতির আবাসভূমি। বোটানিক্যাল সার্ভের বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে বালসাম গাছের নতুন প্রজাতি খুঁজে বের করতে কাজ করছেন। উল্লেখযোগ্য যে, ভারতের প্রায় ২৩০টিরও বেশি বালসাম প্রজাতির মধ্যে অনেকগুলোই স্থানীয়, যেগুলি শুধুমাত্র নির্দিষ্ট কিছু অঞ্চলে সীমিত সংখ্যায় দেখা যায়।
২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে শুধুমাত্র অরুণাচল প্রদেশেই ১৬টিরও বেশি নতুন বালসাম প্রজাতি চিহ্নিত হয়েছে, যার মধ্যে ইমপেটিয়েন্স গডফ্রেয়ি এবং ইমপেটিয়েন্স সাশিনবোর্থাকুরি বিশেষভাবে উল্লেখযোগ্য।
এই সাম্প্রতিক আবিষ্কার রাজ্যে এবং দেশে উদ্ভিদবিজ্ঞান চর্চাকে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

