ভারত সফরে আসছেন মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উখনা, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকসহ গুরুত্বপূর্ণ কর্মসূচি

নয়াদিল্লি, ১১ অক্টোবর:
মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উখনা আগামী সোমবার থেকে চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন। এটি তাঁর ভারতের প্রথম সফর রাষ্ট্রপ্রধান হিসেবে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র আমন্ত্রণে এই সফরে তিনি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সফরসঙ্গীদের মধ্যে থাকবেন মঙ্গোলিয়ার মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং সাংস্কৃতিক প্রতিনিধি দল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গোলিয়ার রাষ্ট্রপতির সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন। সফরকালে রাষ্ট্রপতি খুরেলসুখ উখনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক পর্যালোচনা হবে। এছাড়াও, উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর-এর সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই সফরের মাধ্যমে ভারত ও মঙ্গোলিয়া তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করার পাশাপাশি, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও মতবিনিময় করবে। ১৯৫৫ সালে ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। সেই থেকে দুই দেশ সংস্কৃতি ও আধ্যাত্মিক মূল্যবোধে বিশ্বাসী ঘনিষ্ঠ অংশীদার হিসেবে একাধিক ক্ষেত্রে—প্রতিরক্ষা, শক্তি, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদিতে পারস্পরিক সহযোগিতা গড়ে তুলেছে।

বিশেষজ্ঞদের মতে, এই সফর ভারত-মঙ্গোলিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে এবং দু’দেশের মধ্যে চলমান ও ভবিষ্যতের প্রকল্পগুলিকে আরও গতি দেবে।