আগরতলা, ৮ অক্টোবর:
চোর সন্দেহে এক যুবককে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনা মঙ্গলবার মধ্যরাতে। ঘটনাটি ঘটেছে বিশালগড় চেলিখলা নক্সাপাড়ায়।
ঘটনার বিবরনে জানা যায়, গতকাল মধ্যরাতে এক যুবককে এলাকায় ঘুরাফেরা করতে দেখে স্থানীয়রা। জানা যায়, ওই যুবকের বাড়ি বক্সনগর সীমান্ত সংলগ্ন এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছে। তাই গভীররাতে ওই যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসংলগ্নতা লক্ষ্য করেন স্থানীয়রা। এদিকে উত্তেজিত জনতা তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

