নীরমহলে আগুন লাগানোর চেষ্টা দুষ্কৃতিকারীদের, ক্ষুব্ধ জনসাধারণ, প্রশ্ন প্রশাসনের ভূমিকা নিয়ে

আগরতলা, ৩০ সেপ্টেম্বর : ত্রিপুরার গর্ব, ঐতিহ্যের প্রতীক ও দেশের একমাত্র জলবেষ্টিত রাজপ্রাসাদ নীরমহল আজ দুষ্কৃতিকারীদের হাতে লাঞ্ছিত হলো। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারীরা গভীর রাতে প্রাসাদের মূল ফটকের দরজায় আগুন লাগানোর চেষ্টা করে। যদিও বড়সড় দুর্ঘটনার আগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে এই ঘটনায় রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯ টা নাগাদ নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা আচমকা ধোঁয়া দেখতে পান মূল ফটকের কাছে। গতকাল ৫:৩০ টা নাগাদ কাজ সেরে বাড়ি ফিরে গুয়েছিলেন তাঁরা। আজ সকালে এসে দেখতে পান নীরমহলের প্রবেশ দ্বার টি আগুনে পুড়েছে্ তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, দরজার একটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও স্থানীয় প্রশাসনকে। মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। কিন্তু কিভাবে আগুন লাগার সূ্‌ত্রপাত হয়েছে তা এখনো জানা যায় নি ল্