কৈলাসহর, ২৮ সেপ্টেম্বর : আজ কৈলাসহর শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক তমাল মজুমদারসহ অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
মুখ্যমন্ত্রী এদিন প্রথমে কৈলাসহরের রামকৃষ্ণ মিশনে পূজা দেন। এরপর পায়ে হেঁটে পৌঁছন শ্রীরামপুর পুজো মণ্ডপে। সেখানে তাঁকে সম্বর্ধনা জানানো হয় এবং পরে মুখ্যমন্ত্রী দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

