ভদোদরা, ২০ সেপ্টেম্বর : সোশ্যাল মিডিয়ায় একটি ‘আপত্তিকর পোস্ট’-এর জেরে গুজরাটের ভদোদরার একটি নবরাত্রি প্যান্ডেলে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ঘটনাস্থল থেকে মোট ৫০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ভদোদরার জুনিগড়ি এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একদল লোক নবরাত্রির একটি প্যান্ডেলের দিকে পাথর ছুঁড়ছে এবং সেখানে হাতাহাতির ঘটনাও ঘটছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় ধর্মীয় নেতাদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি আপত্তিকর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। ওই পোস্টটি কোথা থেকে ছড়িয়েছে এবং কে বা কারা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
বর্তমানে ওই এলাকায় আর কোনো নতুন উত্তেজনার খবর নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
এই ঘটনায় দুইটি এফআইআর দায়ের করা হয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পুলিশ সাধারণ মানুষকে গুজব থেকে দূরে থাকার এবং শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে।

