গায়ক জুবিন গার্গের মৃত্যু: ইভেন্ট সংগঠকদের বিরুদ্ধে একাধিক এফআইআর, তদন্তে নামছে সিআইডি

গুয়াহাটি | ২০ সেপ্টেম্বর : জনপ্রিয় গায়ক জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর ঘটনায় অসম সরকার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার জানান, রাজ্য সরকার এই ঘটনার সঙ্গে যুক্ত সকলের ভূমিকা খতিয়ে দেখবে এবং তদন্তে কোনও গাফিলতি থাকবে না। এ বিষয়ে মরিগাঁও থানায় নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত এবং গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, অসম পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং জুবিন গার্গের শেষ মুহূর্তে যাঁরা তাঁর সঙ্গে ছিলেন, তাঁদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হবে। হিমন্ত বিশ্ব শর্মা এক্স-এ একটি পোস্টে জানান, “শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। আমি অসম পুলিশের ডিজিপিকে নির্দেশ দিয়েছি সমস্ত এফআইআর সিআইডি-র কাছে হস্তান্তর করে একটি সমন্বিত মামলা রুজু করে গভীর তদন্তের ব্যবস্থা নিতে।”

প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় শারীরিক জটিলতা দেখা দিলে জুবিন গার্গের মৃত্যু হয়। তিনি মাত্র ৫১ বছর বয়সে প্রয়াত হন। এই মর্মান্তিক মৃত্যু নিয়ে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, যেহেতু ঘটনাস্থল ভারতের বাইরে, তাই সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় ঘটনাটির অপরাধমূলক দিক খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে যদি কোনও ভুল উদ্দেশ্যে তাঁকে অসম থেকে নিয়ে যাওয়া হয়ে থাকে, সেটাও আলাদাভাবে তদন্তের আওতায় আনা হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত করবে এবং কেউ যদি কোনও তথ্য দিতে চান বা সাক্ষী হতে চান, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। ইতিমধ্যেই সিঙ্গাপুরে ভারতীয় দূতাবাসের মাধ্যমে সেখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

জুবিন গার্গের মৃত্যু শুধু অসম নয়, সারা দেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে গভীর শোকের ছাপ ফেলেছে। তাঁর মৃত্যু ঘিরে উঠে আসা প্রশ্নগুলির উত্তর পেতে সিআইডি এর নেতৃত্বে এখন শুরু হচ্ছে পূর্ণাঙ্গ তদন্ত।