পানীয় জলের দাবীতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: দীর্ঘ তিন মাস ধরে কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের পঞ্চমনগর এলাকায় জলের সংকট চলছে। জল সংকট দূরীকরণে বহুবার এলাকাবাসী গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের জানানো হলো কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই আজ বাধ্য হয়ে বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে গ্রামবাসীরা।

অবরোধকারী জানান, বিগত তিন মাস ধরে কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের পঞ্চমনগর এলাকায় তীব্র পানীয় জলের সংকট চললেও সংশ্লিষ্ট দপ্তর উদাসীন। গ্রামবাসীরা কয়েকবার লিখিত ভাবে এবং মৌখিক ভাবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানোর পরও দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী ভুমিকা নেওয়া হয়নি। এমনকি দপ্তরের পক্ষ থেকে পঞ্চমনগর এলাকায় গাড়ি দিয়ে পানীয়জল সরবরাহের ব্যবস্থাও করেনি বলে জানান অবরোধকারীরা।

তাঁদের আরও অভিযোগ, বিগত এক বছর পূর্বে এলাকায় দুইটি পাম্প মেশিন বসানো হলেও দপ্তরের পক্ষ থেকে আজ অব্দি পাম্প অপারেটর নিয়োগ করা হয়নি। যদি পাম্প অপারেটর নিয়োগ করা হতো তাহলে সময় মতো গ্রামবাসীরা প্রতিদিন পানীয় জল পেয়ে যেতেন বলেও জানান। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের উদাসীনতার কারনে গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে আজ দুপুরে কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের অন্তর্গত পঞ্চমনগর হাসপাতাল সংলগ্ন ২০৮ বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। জাতীয় সড়ক অবরোধে পঞ্চমনগর গ্রামের পুরুষদের পাশাপাশি মহিলারাও খালি কলসি এবং বালতি নিয়ে হাজির হয়েছেন। সংবাদ লেখা অব্দি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন চলছে। জাতীয় সড়ক অবরোধের ফলে অবরোধের দুপাশে প্রচুর গাড়ি আটকে পড়েছে এবং নিত্যযাএীরা নাজেহালের শিকার হচ্ছেন। অবরোধস্থলে কৈলাসহর থানার পুলিশ এবং টিএসআর বাহিনী মজুত রয়েছে।