২০২৫-২৬ রবি মরসুমে দেশের খাদ্যশস্য উৎপাদন লক্ষ্য ৩৬২.৫০ মিলিয়ন টন: কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর — কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান সোমবার ঘোষণা করেছেন যে, ২০২৫-২৬ অর্থবছরের রবি মরসুমে খাদ্যশস্য উৎপাদনের জাতীয় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩৬২.৫০ মিলিয়ন টন। রাজধানীতে অনুষ্ঠিত ‘ন্যাশনাল কনফারেন্স অন অ্যাগ্রিকালচার – রবি ক্যাম্পেইন ২০২৫’-এ রাজ্য কৃষিমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ঘোষণা করেন।

মন্ত্রী জানান, এই লক্ষ্যমাত্রা ২০২৪-২৫ সালের উৎপাদনের তুলনায় ২.৪ শতাংশ বেশি, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সক্রিয় পদক্ষেপের প্রতিফলন। তিনি আশ্বস্ত করে বলেন, “দেশের চাহিদা মেটাতে যথেষ্ট পরিমাণে বীজ মজুত রয়েছে, এবং কৃষকদের প্রয়োজন অনুযায়ী তা সরবরাহ নিশ্চিত করা হবে।”

চৌহান আরও বলেন, এবারের সম্মেলনের থিম ‘ওয়ান নেশন, ওয়ান অ্যাগ্রিকালচার, ওয়ান টিম’—এই ধারণা ভারতীয় কৃষিক্ষেত্রে একতা, সমন্বয় এবং অংশীদারিত্ব বৃদ্ধির প্রতীক। তিনি জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তুলে আধুনিক প্রযুক্তি, প্রাকৃতিক কৃষি ও জল সংরক্ষণের মাধ্যমে কৃষিকে অধিক লাভজনক ও টেকসই করার দিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

মন্ত্রী রাজ্যগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “কৃষিতে আত্মনির্ভরতা অর্জনের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে দৃঢ় অংশীদারিত্ব গড়ে তোলা অপরিহার্য।” সম্মেলনে উপস্থিত কৃষি আধিকারিক ও বিশেষজ্ঞরা রবি ফসলের উৎপাদন বাড়ানোর কৌশল, জলসম্পদ ব্যবস্থাপনা, উন্নত বীজ ব্যবহার, এবং কৃষকদের তথ্যপ্রযুক্তি সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

এই লক্ষ্য পূরণ করতে সরকার সার, বীজ, কৃষি যন্ত্রপাতি ও পরামর্শমূলক সেবা সরবরাহে কোনোরকম ঘাটতি রাখবে না বলে আশ্বাস দেন চৌহান। সামগ্রিকভাবে, ২০২৫-২৬ সালের রবি মরসুমে খাদ্যশস্য উৎপাদনের এই উচ্চাভিলাষী লক্ষ্য ভারতের কৃষিপ্রধান অর্থনীতিকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করে তুলতে সহায়ক হবে।