আগরতলা, ১৪ সেপ্টেম্বর: এবারের পূজায় সাউন্ড সিস্টেমে লিমিটার মেশিন লাগানো বাধ্যতামূলক। প্রত্যেক পূজা উদ্যোক্তাদের সাউন্ড সিস্টেমে লিমিটার মেশিন লাগাতে হবে। সাউন্ড সিস্টেমের অনুমতির জন্য ৭৫ ডেসিবেলের উপরে সাউন্ড বক্স বাজানো যাবে না। তখনই সাউন্ড সিস্টেমের জন্য দপ্তরের অনুমতি দেবে ক্লাবগুলিকে। আজ পূজা উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে একথা বলেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়।
পশ্চিম আগরতলা থানার অন্তর্গত শারদীয়া দূর্গোৎসবের দিনগুলোতে শান্তি-শৃঙ্খলা সুনিশ্চিত করতে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, পূজো উদ্যোক্তাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় আজ আগরতলা যক্ষা নিবারণী হলে। উপস্থিত ছিলেন পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি, এসডিপিও দেবপ্রসাদ রায়, পূজা উদ্যোক্তা সহ অন্যান্যরা।
এদিনের এই বৈঠকে সম্পর্কে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় বলেন, মূলত শারদোৎসবকে শান্তিপূর্নভাবে সম্পন্ন করার জন্য এসব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, সহ বিশেষ নিরাপত্তার দিকে নজর রাখা হচ্ছে। সাধারণ জনগণ যেন নিরাপদ পরিবেশে উৎসবের আনন্দ নিতে পারেন তার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। এছাড়াও সাউন্ড সিস্টেম এর জন্য নির্দিষ্ট মাত্রা স্থির করা হয়েছে। এর বেশি জোরে সাউন্ড সিস্টেম বাজানো যাবে না বলেও জানিয়েছেন তিনি।
2025-09-14

