ভুবেনশ্বর, ১২ সেপ্টেম্বর: নেপালে চলমান সহিংস অস্থিরতার মধ্যে আটকে পড়া ২৩ জন ওড়িয়া নাগরিককে সফলভাবে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মজিহি সংশ্লিষ্ট সব কেন্দ্র ও রাজ্য স্তরের সংস্থাকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
এক্স (টুইটার)-এ পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন,“নেপালের বর্তমান অস্থির পরিস্থিতির মধ্যে আটকে পড়া ২৩ জন ওড়িয়াকে মহাপ্রভু শ্রী জগন্নাথের আশীর্বাদে এবং রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টায় সফলভাবে উদ্ধার ও প্রত্যাবর্তন সম্ভব হয়েছে।
মুখ্যমন্ত্রীর বার্তায় আরও উল্লেখ ছিল,“এই সফল অভিযানে যুক্ত প্রতিটি সংস্থা ও কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। **বিশ্বের যেখানেই ওড়িয়া ভাইবোনেরা থাকুন না কেন, তাঁদের নিরাপত্তা ও কল্যাণে ওড়িশা সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মধ্যে আটকে পড়া ২৩ জন ওড়িয়া নাগরিককে সফলভাবে উদ্ধার করা হয়েছে। এই উদ্ধার অভিযানে ওড়িশা পরিবার অধিদপ্তর (ওড়িয়া ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগ), নয়াদিল্লির PRC অফিস এবং কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক সংস্থা যৌথভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজ্য ও কেন্দ্রীয় স্তরের এজেন্সিগুলোর মধ্যে সুসংহত সমন্বয় ও পরিকল্পনার মাধ্যমে এই জটিল ও সংবেদনশীল অপারেশন কার্যকরভাবে সম্পন্ন হয়। ইতিমধ্যে উদ্ধারপ্রাপ্ত নাগরিকদের ভারত ভূখণ্ডে ফিরিয়ে আনা হয়েছে এবং তাঁদের চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে বলে ওড়িশা সরকারের তরফে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের দায়িত্বশীল ও দ্রুত পদক্ষেপ ওড়িয়া প্রবাসীদের মধ্যে ভবিষ্যতের জন্য একধরনের আস্থা ও সুরক্ষার বার্তা দেবে।

