আগরতলা, ১১ সেপ্টেম্বর : তেলিয়ামুড়া থানাধীন বাইশঘড়িয়া এলাকায় আজ সাত সকালে এক অস্বাভাবিক ও মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো গ্রামবাসী। নিজ বাড়িতে ফাঁসিতে আত্মঘাতী হয়েছে এক যুবক।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বাইশঘড়িয়া এলাকায় বাসিন্দা অভয় সরকার (২৮) নামের এক যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করে তড়িঘড়ি অভয়’কে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়।
এলাকাবাসীদের প্রাথমিক ধারণা, পারিবারিক অশান্তি, মানসিক চাপ কিংবা অন্য কোনো ব্যাক্তিগত কারণে এই ঘটনা ঘটতে পারে। যদিও এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

